ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:২০

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার সাথে জড়িত ভাতিজা সাগর আহমেদ জালালকে গ্রেপ্তার করেছেন।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)