গাজীপুরে পুনাকের বিক্রয়কেন্দ্র উদ্বোধন
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৭
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
গাজীপুরে পুনাক প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাহান চৌধুরী উদ্বোধন শেষে অসহায় পুলিশ সদস্যদের সহায়তা সামগ্রী বিতরণ করেন।
পুনাক গাজীপুরের সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ-সভানেত্রী শায়লা ফারজানা, সদস্য নওরিয়ন হক চৌধুরী ও সায়মা হক প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত দুই পুলিশ সদস্যকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, দুজনকে হুইলচেয়ার, পাঁচজনকে সেলাই মেশিন ও পাঁচ জনকে নগদ অর্থ দেয়া হয়।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)