রায়পুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:০২

সামাজিক সংগঠন জাগ্রত রায়পুরের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ২য় বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে চাঁদপুর আল আমিন অ্যাকাডেমিকে হারিয়ে ৩৬৩ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর কামরাঙার চর উচ্চ বিদ্যালয়।
শনিবার রায়পুর উপজেলা পরিষদে অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাগ্রত রায়পুরের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান জিয়নের পরিচালনা বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠানে সমাপনী আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক আমানত হোসেন দিদার।
এছাড়াও বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন মোস্তফা কামাল, বিচারক ছিলেন রাফি নাহিদ, অপু চন্দ ও মাহবুবুর রহমান।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)