রাজধানীতে ফ্লাইওভারের উপর পুড়ল মাইক্রোবাস

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে আগুনে পুড়ল একটি মাইক্রোবাস। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইওভারটির উপর মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং মাইক্রোবাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, মাইক্রোবাসটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। এই ত্রুটি থেকেই গাড়িটিতে আগুন লেগেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

 

মাইক্রোবাসে আগুনের ঘটনার পর ফ্লাইওভারে যানজটের সৃষ্টি হয়।

 

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/কেএম)