সিসিএলে মারামারির নেপথ্যে বহিরাগতরা, সিসি ফুটেজ দেখে মামলার সিদ্ধান্ত
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৪ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১০:১৯
রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টোডিয়ামে শুক্রবার রাতে মারামারির নেপথ্যে বহিরাগতরা জড়িত বলে জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সট জেনারেশনের সিইও মাসুদুর রহমান। বলেন, 'সিসি টিভি ফুটেজ দেখে তাদের আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।'
শনিবার সন্ধ্যায় ৭টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রেটি ক্রিকেটে মারামারির ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'গতকাল আমাদের ভুল হয়েছিল, আমরা কয়েকজন সাপোর্টারকে জার্সি দিয়েছিলাম। যার কারণে কিছু লোক খেলার মধ্যে তারকাদের সঙ্গে মিশে গিয়েছিল। এজন্য অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।'
তিনি আরও বলেন, 'আমরা মিডিয়ার সিনিয়রদের সঙ্গে বসেছি। গতকালের ঘটনার ফুটেজ দেখেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত। তাদের আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।'
আয়োজকদের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের ভুলের কারণে তারকাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আশা করি তারা একটা পরিবারের মধ্যে থাকেন, এটা কোনো সমস্যা নয়। সব ঠিক হয়ে যাবে। সবাই সবাইকে ক্ষমা করে দেবেন।'
এর আগে, শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপংকর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয় জন। আহতরা হলেন―শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
এ ঘটনায় পাল্টাপাল্টি মন্তব্য ছোড়ার মধ্যে শনিবার বিষয়টি নিয়ে মোস্তফা কামাল রাজ, দীপংকর দীপনের টিম এবং সংশ্লিষ্টদের নিয়ে সমঝোতায় বসেন আয়োজক কমিটি। টানা কয়েক ঘণ্টার বৈঠকের পর এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এলএম)