ওবায়দুল কাদেরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ১৩:৩৩ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১৩:৪৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা টাইমস
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোর।

রবিবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে ওবায়দুল কাদের রাষ্ট্রদূতকে বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’ 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। 

সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেও তিনি জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেছেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কীভাবে আরও জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হয়।

ঢাকাটাইমস/০১অক্টোবর/জেএ/এফএ)