সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তাকে বদলি
প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ১৭:৫৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফীকে বিমান বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। আর তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এয়ার কমডোর মোহাম্মদ নাইমুজ্জামান খান। এই বিমানবাহিনীর কর্মকর্তার চাকরি প্রেষণে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/০১অক্টোবর/এসএস/কেএম)