বঙ্গবন্ধুর বায়োপিক বানাতে ৫০ বছর কেন লাগল? বিস্ফোরক ইলিয়াস কাঞ্চন
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১২:৫৩
স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিয়েই ১৯৭১ সালে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের সব শ্রেণির পেশার মানুষ। সেই জাতির জনকের জীবনী নিয়ে সিনেমা হলো স্বাধীনতার ৫০ বছর পরে!
কিন্তু কেন? রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তারই কারণ জানালেন ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
এদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান এই সভাপতি। সেখানে ইলিয়াস কাঞ্চনের বিস্ফোরক দাবি, ‘জাতিগত একতা নেই বলেই বঙ্গবন্ধুর বায়োপিক বানাতে ৫০ বছর লাগল। অথচ এটা বহু আগেই হওয়া উচিত ছিল।’
পাশাপাশি ইলিয়াস কাঞ্চন এও জানান, শুধু বঙ্গবন্ধু নয়, অন্যান্য জাতীয় নেতাদের জীবনী নিয়েও সরকারি পৃষ্ঠপোষকতায় সিনেমা বানানো হোক।
সেইসঙ্গে অভিনেতার অভিযোগ, বঙ্গবন্ধুর বায়োপিকটি সরকারি যত সুযোগ সুবিধা ও সাহায্য পেয়েছে, আর কোনো সিনেমা এতটা পায় না। আক্ষেপের সুরে তিনি বলেন, রাজনৈতিক কারণে একবার তার সিনেমার নায়িকার নাম বদলাতে হয়েছিল।
এদিন ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার, সিনেমার প্রধান চরিত্র চিত্রনায়ক আরিফিন শুভ, এই বায়োপিকে যিনি বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর বায়োপিকের অন্যান্য কলাকুশলী নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েতসহ অনেকে।
‘মুজিব: একটি জাতির’ রূপকার’ পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। শুটিংও হয়েছে দুই দেশে। ২০২১ সালের জানুয়ারিতে শুটিং শুরু হওয়া সিনেমাটি দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ১৩ অক্টোবর।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/এজে)