পরীমনিকে নিয়ে অনম বিশ্বাসের `রঙ্গিলা কিতাব’

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৫:০১ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ১৬:৫৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

লম্বা সময় মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে পুরোদমে কাজে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। একের পর এক নতুন প্রজেক্টে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। কয়েকদিন আগে চুক্তি করলেন ‘ডোডোর গল্প’ নামে একটি সিনেমায়। এবার পরীর ডায়রিতে নতুন এক ওয়েব সিরিজ।

রবিবার নিজের ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়ে এই খবর জানিয়েছেন পরীমনি। জানা গেছে, ‘রঙ্গিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করবেন নায়িকা, চুক্তিবদ্ধও হয়েছেন। সিরিজটি পরিচালনার দায়িত্বে আছেন নির্মাতা অনম বিশ্বাস।

এই পরিচালকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’

এদিকে কয়েকদিন আগেই অনম বিশ্বাসের নির্মিত ‘ভাইরাস’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পায়। নতুন এক্সপেরিমেন্টাল কাজ হিসেবে এটি বেশ আলোচনায় আসে। এবার তিনিই বানাচ্ছেন পরীমনিকে নিয়ে নতুন সিরিজ।

লেখক কিঙ্কর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এই সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি। বিভিন্ন চরিত্রে আরও কারা রয়েছেন, তা আপাতত জানা যায়নি।  

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএম/এজে)