করোনাভাইরাসের টিকায় অবদান রেখে চিকিৎসায় নোবেল পেলেন দুই গবেষক
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৬:১০ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ১৬:৫২

করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দুই গবেষক। করোনা টিকার বিকাশে অভূতপূর্ব অবদান রাখা এই দুই গবেষক হলেন কাতালিন কারিকো এবং ড্রু ওয়েইজম্যান। সোমবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।
১৯৫৫ সালে হাঙ্গেরির সোলনক শহরে জন্ম নেওয়া কাতালিন কারিকো বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ১৯৫৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেন ড্রু ওয়েজম্যান। নব্বইয়ের দশকে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় দুজনের পরিচয় হয়।
নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, গবেষক কাতালিন কারিকো এবং ড্রু ওয়েইজম্যান আধুনিক সময়ে মানবস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন। ২০২০ সালের গোড়ার দিকে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য তাদের আবিষ্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/ডিএম)