বোরকা পরে দুর্গাপূজার শপিং করবেন অপু বিশ্বাস
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৯:৪৪

বছর ঘুরে আবারও আসছে হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর নানা আয়োজনের মধ্যে দিয়ে দুর্গাপূজা পালন করেন এ হিন্দুধর্মাবলম্বীরা। প্রতিবারের মতো এবারও দুর্গাপূজার আনন্দকে আরও আনন্দঘন করতে কেনাকাটায় কমতি রাখতে চান না নায়িকা অপু বিশ্বাস। তিনি জানান, পরিবার-পরিজনদের জন্য কেনাকাটা করতে এবার বোরকা পরে শপিংমলে যাবেন তিনি।
শনিবার রাজধানীর সীমান্ত সম্ভারে একটি শো-রুম ভিজিট শেষে সাংবাদিকদের একথা জানান অপু।
অপু বিশ্বাস বলেন, ‘এবার পূজো ঢাকাতেই করবো। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনও ভেবে উঠতে পারিনি। আরো দশদিন পর নিজেকে নিয়ে ভাববো।’
পূজার সাজ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘যেহেতু পূজা একটা ট্রেডিশনাল বিষয়। ওই ট্রেডিশনাল লুকটা আমি আসলে বার বারই আনতে চাই। পূজার ওই ট্রেডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। হয়তো বা ফটোশুটের ক্ষেত্রে হয়। এবার যেটা ইচ্ছে আছে সেটা হলো-গোল্ড দিয়ে আমাদের প্রতিমার যদি কোনো ডিজাইন করা যায় সেটা পূজায় পরার ইচ্ছা আছে।’
পূজার শপিং প্রসঙ্গে কথা উঠতেই অপু বলেন, ‘পূজায় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরকা পরে এসে লুবাবার শো-রুমে এসে শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘লাল শাড়ি’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘ছায়াবৃক্ষ’ নামের সিনেমা। সিনেমাটি চলতি মাসে মুক্তির পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।
(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এলএম)