৩৭ ওভারে ১৯৭ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ২১:১০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ০২:০৩
বৃষ্টি আইনে বাংলাদেশের বিপক্ষে ৩৭ ওভারে ১৯৭ রানের টার্গেট পেয়েছে ইংল্যান্ড। খেলার শুরুতেই এক উইকেট হারালেও তিন ওভারে ৩৬ রান তুলেছে জস বাটলারের দল। ওপেনার জনি ব্যারিস্তো মারকুটে ব্যাটিং করছেন। এ প্রতিবেদন লেখার সময় ২০ বলে ৩৪ রান করেছেন তিনি। এ রান করতে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন ব্যারিস্তো।
বৃষ্টির পর বেশ ফুরফুরে মেজাজেই মাঠে নামে ইংল্যান্ড দল। কিন্তু প্রথম ওভারের শেষ বলে ড্যাভিড মালানকে ক্যাচ দিতে বাধ্য করেন মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত চার রানে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলীয় রান তখন ৯। ডেভিড আউট হলেও বেশ মারকুটে মেজাজে ব্যাট করে যাচ্ছেন জনি ব্যারিস্তো। তাকে এখন সঙ্গ দিচ্ছেন জো রুট।
এর আগে বাংলাদেশের খেলা ৩০ ওভার শেষে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। অবশেষে বাংলাদেশ সময় অনুযায়ী ৮ টায় ফের শুরু হয় খেলা। মাঝে সময় নষ্ট হওয়ায় কমেছে ম্যাচের দৈর্ঘ্য। ৩৭ ওভারে হয় ম্যাচ। ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান টাইগাররা। তবে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ১৯৭ রানের টার্গেট দেওয়া হয়।
এর আগে আসামের গোয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। কিন্তু ২৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। তবে মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে বিপর্যয় এড়ায় টাইগাররা। সর্বোচ্চ ৭৪ রান এসেছে মিরাজের ব্যাট থেকে।
এদিন অন্যদের মধ্যে তানজিদ হাসান তামিমই ভালো ইনিংস খেলেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৪৫ রান। লিটন দাস, মুশফিকুর রহিম, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যর্থ হয়েছেন ভালো ইনিংস খেলতে।
খেলার দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। টপলির বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন করেন ৫ রান। দুই ওভার পরেই সেই টপলির বলেই ক্যাচ দেন নাজমুল হোসাইন শান্ত। এরপর বেশ দেখে শুনে খেলতে থাকেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দেওয়া তানজিদ হাসান তামিম। হাফসেঞ্চুরির আক্ষেপ রেখে ৪৪ বলে ৪৫ রানে উডের বলে বোল্ড হন তিনি। বাংলাদেশের দলীয় রান তখন ১৫.২ ওভারে ৭৮।
এরপর মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমও সুবিধা করতে পারেননি। দলীয় ১০৪ রান ও ব্যক্তিগত ৮ রানে ফেরেন তিনি। দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদও বড় ইনিংস খেলতে পারেননি। ব্যক্তিগত ১৮ রানে আউট হন তিনি। ফলে ২৬.৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ১৩৮ রান।
ঢাকাটাইমস/০২অক্টোবর/ইএস