বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে ‘প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র’

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১৫:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ‘ফলাফলকে প্রভাবিত করতে চায় না’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ‘শুধুমাত্র নিশ্চিত করতে চায়, বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে’-বলেন তিনি।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র এসব কথা বলেন। 

ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হয় গণমাধ্যমে সম্ভাব্য ভিসা বিধিনিষেধের বিষয়ে রাষ্ট্রদূত পিটার হাসের একটি বিবৃতি সম্পর্কে। বলা হয়, কট্টরপন্থি গোষ্ঠী যারা বাংলাদেশে তালেবান স্টাইলের ভূমিকার পক্ষে বিরোধী নেতাদের সঙ্গে রাষ্ট্রদূতের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইতিমধ্যেই মিডিয়া ব্যক্তিদের হুমকি দিচ্ছে। এমনকি উগ্র মতবাদের সমালোচনাকারী সাংবাদিকদের তালিকাও প্রচার করছে। অন্যদিকে নাগরিক ও মানবাধিকার কর্মী, যুদ্ধাপরাধবিরোধী প্রচারক, সম্পাদক, সাংবাদিক, লেখক, সংখ্যালঘু নেতারা গণমাধ্যমে সম্ভাব্য ভিসা রোধের বিষয়ে রাষ্ট্রদূতের বিবৃতিকে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অবমাননা হিসেবে দেখছ্নে। আপনি কি রাষ্ট্রদূতের বিবৃতিকে সমর্থন করেন এবং এত বড় উদারপন্থি গোষ্ঠীর উদ্বেগকে সরাসরি অস্বীকার করেন, যারা ধর্মনিরপেক্ষতাকে সমর্থনকারী?

জবাবে মিলার বলেন, আমি গত সপ্তাহে যা বলেছিলাম তা একটু ভিন্ন ভাষায় আবারও বলতে দিন। বাংলাদেশিরা নিজেরা যা চায় যুক্তরাষ্ট্র তাই চায়- অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যম সবাই তাদের ইচ্ছা প্রকাশ করেছে যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক– যেমনটা আমরা চাই। আমরা যে ভিসা সীমাবদ্ধতা নীতি ঘোষণা করেছি তা এই উদ্দেশ্যে এবং বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। 

মিলার বলেন, আমি শুধু বলব যে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না। শুধুমাত্র নিশ্চিত করতে চায় যে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৪ মে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। প্রায় চার মাস পর গত ২২ সেপ্টেম্বর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ শুরু হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। 

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এফএ)