নেত্রকোণায় দুই দিন ব্যাপী বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ১৭:১৬

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকা টাইমস

নেত্রকোণায় মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখা স্থানীয় পাবলিক হল মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়েছে। 

উৎসবের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত ও অতিথিদের বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ভারতের দূরদর্শন ও আকাশবাণী শিল্পী শাশ্বতী গুহ ও রাজশাহীর উপস্থাপক, সংগঠক, গবেষক ওয়ালিউর রহমান বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নীম চন্দ্র ভৌমিক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বপন কুমার দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নেত্রকোণা- ৩ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা ছবি বিশ্বাস, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক উপ-পরিচালক ফজলুর রহমান সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্য সোনালী কাজীসহ অন্যান্যরা।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবের আলোচ্য বিষয় ছিলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান। স্বাধীনতার ৫২ বছরের মধ্যে এই প্রথম নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব-২০২৩ অনুষ্ঠানটি দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। উৎসবটি বাংলাদেশ ও ভারতের দেশবরেণ্য অতিথি ও শিল্পীবৃন্দকে নিয়ে আলোচনা সভা, সেমিনার, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে নেত্রকোণা জেলাবাসীর উপস্থিততে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবটি যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে।

(ঢাকা টাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)