নড়াইল সদর হাসপাতাল

সরকারি চিকিৎসকের বিরুদ্ধে বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ২০:৫০

নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে প্রভাবিত করে সরকারি চিকিৎসকরা কমিশনের মাধ্যমে বেসরকারি হাসপাতালে পাঠান এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) নড়াইল জেলা শাখা।

বিপিএইচসিডিওএর নড়াইল জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩০ জন স্বত্বাধিকারী স্বাক্ষরিত অভিযোগ পত্রটি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার কাছে পাঠানোর পাশাপাশি বিভিন্ন দপ্তর এবং হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবদুল গফফারের কাছে দাখিল করেছেন।

বিপিএইচসিডিওএর নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদ রহমান অভিযোগে জানান, নড়াইল আধুনিক সদর হাসপাতাল অফিস চলাকালীন সময় হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. দীপঙ্কর বিশ্বাসসহ হাসপাতালের বেশ কিছু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশনের জন্য রোগীদেরকে প্রভাবিত করেন। অপরদিকে নির্ধারিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনৈতিকভাবে অর্থের বিনিময়ে সেবা প্রদান করছেন তারা। সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের এমন অপেশাদার দায়িত্বহীন আচরণে সাধারণ রোগীরা সঠিক সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগে তিনি আরও বলেন, সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. দীপঙ্কর বিশ্বাসসহ হাসপাতালের বেশ কিছু চিকিৎসক নড়াইল আধুনিক সদর হাসপাতালের পাশেই ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল নামে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন ডা. দীপঙ্কর বিশ্বাসের শ্যালক ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ। এমন পরিস্থিতে নড়াইল আধুনিক সদর হাসপাতালে সাধারণ মানুষের সেবা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সচেতন মহল।

খোঁজ নিয়ে জানা গেছে, ডাক্তার দীপঙ্কর বিশ্বাস, গাইনি কনসালটেন্ট ডাক্তার সুব্রত কুমার বাগচিসহ নড়াইল সদর হাসপাতালের বেশ কিছু ডাক্তার পছন্দমতো বেসরকারি ক্লিনিকের স্টাফদের নিয়ে রোগী দেখার সময় রাউন্ড দেন। ডাক্তার যাওয়ার পরপরই নির্দিষ্ট রোগীদের প্রভাবিত করে তারা ডাক্তারদের নির্দেশে বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। ডাক্তার দীপঙ্কর বিশ্বাসের শ্যালক ডা. দীপের নেতৃত্বে চলছে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল নামে বেসরকারি হাসপাতালটি। এ প্রতিষ্ঠিানের মালিকানার সঙ্গে ডা. দীপঙ্করের স্ত্রীও আছেন। মূলত এ প্রাইভেট হাসপাতালে রোগী সরবরাহ করা হয় সদর হাসপাতাল থেকে।

এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. দীপঙ্কর বিশ্বাস বলেন, রাউন্ডের সময় বহিরাগতদের নিয়ে রোগী দেখা বা অন্য কর্মকাণ্ড দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আছেন। অফিস সময়ের পর সুবিধামতো যে কোন প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা ও অপারেশন করা নিষেধ না। সেক্ষেত্রে কোথায় চেম্বার করছি, অপারেশন করছি সেটা আমাদের ইচ্ছার ওপর নির্ভর করে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের সুপার ডা. মোহাম্মদ আবদুল গফফার বলেন, মৌখিক অভিযোগ পেয়ে সকল চিকিৎসককে সতর্ক করা হয়েছে। এছাড়া বিপিএইচসিডিওএর নড়াইল জেলা শাখার একটি অভিযোগ এসেছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :