পৃথক স্থানে মদসহ আটক ২
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ২১:০৩
ঢাকার কেরানীগঞ্জ থেকে ২২ বোতল বিদেশী মদসহ ১ মাদককারবারিকে আটক করেছে র্যাব-১০। মঙ্গলবার কেরানীগঞ্জ র্যাব- ১০ এর সদরদপ্তর সহকারী পরিচালক আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যমানের ২২ বোতল বিদেশী মদসহ এক মাদককারবারিকে আটক করা হয়। আটক মাদক কারবারির নাম মো. রাসেল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তি পেশাদার মাদককারবারি। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে সুনামগঞ্জে ভারতীয় মদসহ মতিন মিয়া নামে একজনকে আটক করেছে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই ছড়ারপার এলাকার মো. বুলু মিয়া ছেলে।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং ইউপির অর্ন্তগত লালপুর গ্রামের বিশ্বম্বরপুর টু সুনামগঞ্জ সদর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিন মিয়াকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৫ বোতলসহ আটক করা হয়।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানায় আটকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন। মাদক নিমূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)