বিশ্বকাপের ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ হলেন শচীন টেন্ডুলকার

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৩, ১০:৫৭ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১১:১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর, যেখানে অংশ নেবে ১০টি দল। এবারের বিশ্বকাপের জন্য ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ ঘোষণা করেছে আইসিসি।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ২০২৩ বিশ্বকাপের জন্য ভারতের কিংবদন্তি ও ভারতরত্ন শচীন টেন্ডুলকারকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ করা হয়েছে। বহুল কাঙ্ক্ষিত সব রেকর্ডে ৫০ ওভারের বিশ্বকাপ রাঙিয়েছেন এই মাস্টার ব্লাস্টার। বিশ্বকাপের পর্দা ওঠার আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মূল মঞ্চে আসবেন শচীন এবং তিনি টুর্নামেন্ট উদ্বোধন করবেন।

আইসিসির বৈশ্বিক দূত হওয়ার মর্যাদা পেয়ে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডের অধিকারী শচীন বলেছেন, ‘১৯৮৭ সালে বল বয় হিসেবে শুরু করে ছয়টি আসরে দেশের প্রতিনিধিত্ব করা— বিশ্বকাপ সব সময়ই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। ২০১১ সালে বিশ্বকাপ জেতাটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে শততম সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটারের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতা উপভোগ করার জন্য আর তর সইছে না, ‘ভারতে ছেলেদের ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি থাকা স্পেশাল দল ও খেলোয়াড়দের সঙ্গে আমিও এই দুর্দান্ত টুর্নামেন্টটির জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি।’

ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পাওয়া শচীনের প্রত্যাশা, ‘বিশ্বকাপের মতো বিখ্যাত ইভেন্টগুলো তরুণদের মনে স্বপ্নের বীজ বপন করে। আমি আশা করি, এবারের আসরটিও কমবয়সী মেয়েদের ও ছেলেদের খেলাধুলা বেছে নিতে এবং তাদের দেশের সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করবে।’

আসন্ন বিশ্বকাপে দূত হিসেবে থাকছেন আরও বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। তারা হলেন— ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের ওয়েন মরগান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, নিউজিল্যান্ডের রস টেইলর, ভারতের সুরেশ রায়না ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ভারত নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজও পেয়েছেন এই মর্যাদা।


(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এনবিডব্লিউ/এফএ)