সুদানে ইথিওপিয়ার দূতাবাসে হামলা, ভবন ক্ষতিগ্রস্ত

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৩, ১১:১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
সুদানে সংঘাতে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং অনেকে বাস্তুচ্যুত হয়েছে

সুদানের রাজধানী খার্তুমে ইথিওপিয়ার দূতাবাস হামলার শিকার হয়, যেখানে ভারী অস্ত্র ব্যবহার করা হয়। ইথিওপিয়ার রাষ্ট্রদূত এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালের এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দূতাবাসের ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সুদানে ইথিওপিয়ার রাষ্ট্রদূত ইবেল্টাল আইমিরো আলেমু। খবর বিবিসিন।

১৫ এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করা সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে।

হামলার বিষয়ে সুদানের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

খার্তুমে ইথিওপিয়ান দূতাবাসে হামলার ঘটনা এটাই প্রথম নয়।

সুদানে ইথিওপিয়ান দূতাবাসের একজন কর্মচারী বিবিসিকে বলেছেন, তিন সপ্তাহ আগে দূতাবাসে বিমান হামলায় এক নিরাপত্তারক্ষী আহত হয়। এতে দূতাবাস ভবনের জানালাও ভেঙে যায়।

জাতিসংঘের মতে, সংঘর্ষে ৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এবং ৫০ লাখ বাস্তুচ্যুত হয়েছে।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এফএ)