নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৩, ২৩:৪৯

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে নানিয়ারচর আওতাধীন বুড়িঘাট আর্মি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৮২.২ ঘনফুট অবৈধ গামারী ও সুরুজ কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ হাজার টাকা।

অন্যদিকে ঘিলাছড়ি আর্মি ক্যাম্প এলাকা থেকে ৪, ৭৯২ ঘনফুট অবৈধ সেগুন, গামারী, কড়ই এবং গোল কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা। জব্দকৃত কাঠগুলো প্রচলিত আইন অনুযায়ী বুড়িঘাট বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদের অপব্যবহার এবং অবৈধ কাঠ পাচার রোধকল্পে নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইম/০৪ অক্টোবর/ইএইচ)