ঘাটাইলে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৩, ১৩:৫৬

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী সোহেল রানা (৩০)  নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের শুকনি ইলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোহেল রানা কালিহাতী উপজেলার পাছচারান গ্রামের কাজী আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘাটাইল পৌরসভার ঝরকা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। কৃষি খামার ও সুতার কারখানাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। 

বুধবার রাতে ব্যবসায়িক কাজ শেষে তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে ঝরকায় নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘাটাইল-সাগরদীঘি সড়কের শুকনি ইলিরচালা এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/০৫অক্টোবর/প্রতিনিধি/এসএ)