কালিয়াকৈরে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৩, ১২:৪২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস

গাজীপুরের কালিয়াকৈরে টানা বৃষ্টির প্রভাবে একটি বসতবাড়ির মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুর  নলির পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এমারত হোসেন (৬৫) ও আছিয়া বেগম (৫০)। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারি বর্ষণের কারণে মৃত এমারত হোসেনের মাটির তৈরি বসত ঘরের দেয়াল ধসে পড়ে। ঘরটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এদিকে গতদুই দিনের বৃষ্টির ফলে মাটির দেয়াল নরম হয়ে আচমকাই ধসে যায়। এসময় এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে শুক্রবার সকালে নিহতের স্বজন ও আশপাশের লোকজন খবর পেয়ে ধসে পড়া মাটির ঘর থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পারিবারিকভাবে তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে।

(ঢাকা টাইমস/০৬অক্টোবর/প্রতিনিধি/এসএ)