যশোরে মোটরসাইকেল দুর্ঘটনা: পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৪ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ১৩:৪৯

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
ছবি: সংগৃহীত।

যশোরের শার্শায় এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শা বাজারের যশোর-বেনাপোল মহাসড়কের ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫)। গোলাম ফারুক যশোর কোতোয়ালীর গাজীপাড়া সদর ইউনিয়নের আব্দুর জলিলের ছেলে ও সোহেল রানা সদর ইউনিয়ন ঘোপ সেন্ট্রাল রোডের সোবহান সরদারের ছেলে। অপরদিকে আহত রাজ কুমার  মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে বেনাপোল থেকে কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌঁছালে এক পথচারী রাস্তা পার হতে থাকেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় তারা। এতে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হয়। 

খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ফারুক ও রাজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন। আহত রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় দু’জন মারা গেছেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭অক্টাবর/এআর)