প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করে বিক্ষোভ সরকারবিরোধী আইনজীবীদের
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংবর্ধনা বর্জন করেছেন বিএনপিপন্থিসহ সরকারবিরোধী আইনজীবীরা।
রবিবার সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করছেন আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।
এর আগে ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেন সরকারবিরোধী আইনজীবীরা। ওই দিন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের আইনজীবীসহ দেশের সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষ প্রত্যাশা করেছিল, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারালয়ের সর্বোচ্চ চেয়ারের মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিচারিক প্রথা বজায় রাখবেন।’
তিনি বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের পর থেকে ফুলেল শুভেচ্ছা নিতে নিতে, এক পর্যায়ে সরকারি দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিলেন।’
এ ঘটনাকে সুপ্রিম কোর্টের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এবং প্রবীণ আইনজীবীদের ভাষায় বিচার বিভাগের জন্য চরম বেদনার মুহূর্ত’ বলে বর্ণনা করা হয় সংবাদ সম্মেলনে।অ্যাডভোকেট জয়নুল আবেদীন এসময় একটি জেলা সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছ থেকে প্রধান বিচারপতির একটি বৃহদাকার তলোয়ার উপহার হিসেবে নেয়ার কথাও উল্লেখ করেন।
গত ১ অক্টোবর নেত্রকোণা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সংবর্ধনার মধ্য দিয়ে প্রধান বিচারপতির মতো নিরপেক্ষ পদের মর্যাদা ও সম্মানহানি ঘটেছে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
(ঢাকাটাইমস/৮অক্টোবর/এফএ)