প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করে বিক্ষোভ সরকারবিরোধী আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৩:৫১ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৪১

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংবর্ধনা বর্জন করেছেন বিএনপিপন্থিসহ সরকারবিরোধী আইনজীবীরা।

রবিবার সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করছেন আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

এর আগে ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেন সরকারবিরোধী আইনজীবীরা। ওই দিন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের আইনজীবীসহ দেশের সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষ প্রত্যাশা করেছিল, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারালয়ের সর্বোচ্চ চেয়ারের মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিচারিক প্রথা বজায় রাখবেন।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের পর থেকে ফুলেল শুভেচ্ছা নিতে নিতে, এক পর্যায়ে সরকারি দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিলেন।’

এ ঘটনাকে সুপ্রিম কোর্টের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এবং প্রবীণ আইনজীবীদের ভাষায় বিচার বিভাগের জন্য চরম বেদনার মুহূর্ত’ বলে বর্ণনা করা হয় সংবাদ সম্মেলনে।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন এসময় একটি জেলা সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছ থেকে প্রধান বিচারপতির একটি বৃহদাকার তলোয়ার উপহার হিসেবে নেয়ার কথাও উল্লেখ করেন।

গত ১ অক্টোবর নেত্রকোণা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সংবর্ধনার মধ্য দিয়ে প্রধান বিচারপতির মতো নিরপেক্ষ পদের মর্যাদা ও সম্মানহানি ঘটেছে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা: এসআই শাহাদাৎ ৬ দিনের রিমান্ডে

হোটেল কর্মচারী সিয়াম হত্যা: আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন

গণহত্যা: শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ অভিযোগ

এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি শাহে আলম তিন দিনের রিমান্ডে

সাবেক গভর্নর, সালমান এফ রহমানসহ বিআইএফএফএলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালপুত্র জ্যোতি চার দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা জনি হত্যা: আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ডে

এই বিভাগের সব খবর

শিরোনাম :