লোহাগাড়ায় একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৩, ১৫:১৬ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৯

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের বিশেষ উদ্যোগে সমগ্র উপজেলার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

রবিবার উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ এস এম মনির উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক রুপন কান্তি নাথসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। 

জানা যায়, শুভ উদ্বোধনের মাধ্যমে লোহাগাড়ার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ এই অভিযান একযোগে পরিচালিত হয়। মূলত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ কর্তৃক  বিশেষ এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিদ্যালয় আঙ্গিনা যাতে কোনোভাবেই অস্বাস্থ্যকর না থাকে, কোথাও যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে এবং শ্রেণিকক্ষগুলোও যাতে অপরিষ্কার না থাকে সেজন্য এই কার্যক্রম। 

ইউএনও শরীফ উল্যাহ জানান, প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের বয়স কম। তাদের জন্য শিক্ষার পরিবেশটা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় হওয়া জরুরি।একই সঙ্গে তাদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তাদের জন্য একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। ডেঙ্গুসহ অন্যান্য বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিশেষ এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং পরবর্তীতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা নানান স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে পারবে।
 

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/প্রতিনিধি/এআর)