জাতীয় নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত: ডিএমপি কমিশনার

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৩, ১৬:৫৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩, ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো গোষ্ঠী যদি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় পুলিশ তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি। 

রবিবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটা অনুষ্ঠানে কথা বলছিলেন ডিএমপি কমিশনার।

হাবিবুর রহমান বলেন, জঙ্গিবাদ বা উগ্রবাদ নির্মূল সম্ভব নয়। তবে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমাদের দেশের পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক।

ডিএমপি কমিশনার বলেন, ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। সাংবাদিকরা আলোকিত মানুষ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ৷ সমাজ এবং মানসিকতা পরিবর্তনে তাদের ভূমিকা এবং দায়িত্ব অপরিসীম।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এসএস/ইএস)