ভারতীয় বোলিং তোপে ১৯৯ রানেই অলআউট অস্ট্রেলিয়া

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৩, ১৮:৩৮

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইম

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে  ভারতীয় বোলারদের বোলিং তোপে মাত্র ১৯৯ রানেই অল আউট হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ২০০ রান। 

ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমেই অস্বস্তিতে পড়ে অজিরা। 

খেলার মাত্র ২ ওভার ২ বলেই শূন্য রান করে জাসপ্রিত বুসরার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন মার্শ। দলীয় ৫ রানেই ভাঙে অজিদের ওপেনিং জুটি।
স্মিথকে নিয়ে ডেভিড ওয়ার্নার দলের হাল ধরার চেষ্টা করেছেন। কিস্তু ভারতীয় বোলারদের বোলিং তোপে ওভারে মাত্র ৪ রান করেই নিতে পারছিলেন তারা। তারপরও এই দুই ব্যাটারের জুটি অস্ট্রেলিয়াকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল।
কিন্তু হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা ডেভিড ওয়ার্নার কুলদ্বীপ যাদবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে ভাঙে এই দুই জনের জুটি। দলের সংগ্রহ তখন ৭৪ রান। ৫২ বলে ৪১ রান করে ফিরে যান ওয়ার্নার।
এরপর মার্নাশ ল্যাবুশেনকে নিয়ে একাই লড়তে থাকেন স্টিভ স্মিথ। কিন্তু ওভার প্রতি চারের বেশি রান নিতে সক্ষম হচ্ছেন তারা তারা। উইকেট ধরে রেখে রান বাড়িয়ে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করছিলেন তারা।

কিস্তু দলীয় ১১০ রানে জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান স্টিভ স্মিথ। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা স্মিথ ৭১ বলে ৪৬ রান করে ফিরে যান। 

স্মিথের বিদায়ের পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ল্যাবুশেন। জাদেজার শিকার হয়ে তিনিও ফিরে যান। আউট হওয়ার আগে তিনি করেন ৪১ বলে ২৭ রান। 

১১৯ রানে জাদেজার তৃতীয় শিকার হয়ে ফিরে যান অ্যালেক্স ক্যারি। রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। 

২৫ বলে ১৫ রানে কুলদ্বীপ যাদবের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় ১৪০ রানেই ৬ উইকেট হারায় অজিরা। 

গ্লেন ম্যাক্সওয়েলের পর ২০ বলে ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ক্যামেরুন গ্রিন। মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন প্যাট কামিন্স। কিন্তু দলীয় ১৬৫ রানে জাসপ্রিত বুমরার দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ট্যাট কামিন্স। আউট হওয়ার আগে তিনি ২৪ বলে ১৫ রান করেন। 

প্যাট কামিন্সের বিদায়ের মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা ২৪ রানের জুটি গড়েন। ২০ বলে ৬ রান করে অ্যাডাম জাম্পা হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে ফিরে গেলে ভাঙে এই জুটি। দলীয় ১৮৯ রানে নবম উইকেট হারায় অজিরা। 

এরপর মিচেল স্টার্ক ও  জশ হ্যাজলউড মিলে চেষ্টা করেও আর বেশি রান যোগ করতে পারেনি স্কোর বোর্ডে। সিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ৩৫ বলে ২৮ করা স্টার্ক। যার ফলে নির্ধারিত ৫০ ওভারের তিন বল বাকি থাকতেই  ১৯৯ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। 

ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা তিনটি, জাসপ্রিত বুমরা ও কুলদ্বীপ যাদব দুইটি এবং মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও  রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন। 

ঢাকাটাইমস/০৮অক্টোবর/এনবিডব্লিউ