কোহলি-রাহুলের জোড়া হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ভারত

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৩, ২১:২১

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র দুই রানেই তিন উইকেট হারা রোহিত শর্মার দল। ভারতের তিন ব্যাটারেই শূন্য রান করে ফিরে যান। এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। 

এই দুই ব্যাটারের জুটিতে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তিন উইকেট পড়ে যাওযার পর এই দুই ব্যাটার দেখেশুনে খেলতে থাকেন। তাড়াহুড়ো না করে উইকেট ধরে রেখে ঠান্ডা মাথায় খেলতে থাকেন। যার ফলে আজ ওয়ানডেতে তৃতীয়বারের মতো ১০০ রানের জুটি গড়লেন  তারা। 

দলের বিপদের দিনে এই দুই ব্যাটারই তুলে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। 

বিরাট কোহলি ৭৫ বলে তুলে নেন নিজের অর্ধ শতক। যার মধ্যে রয়েছে তিনটি চারের মার। তবে বিরাট ১২ রানেই আউট হয়ে যেতে পারতেন। ক্যাচ ফেলে দিয়ে কোহলিকে জীবন দেন মার্শ। জীবন পেয়েই অর্ধশতক তুলে নেন তিনি।

কোহলির পর হাফ সেঞ্চুরি তলে নেন লোকেশ রাহুলও। ৭২ বলে ৫০ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে ৫টি চারের মার।    

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। দলীয় মাত্র ১ রানে শূন্য রান করে মিচেল স্টার্কের বলে আউট হয়ে ফিরে যান ইশান কিষাণ। ১ রানেই ভাঙে ভারতের ওপেনিং জুটি। 

ইশান কিষাণের পর এলবিডব্লিউ হয়ে ফিরেন যান ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনিও ফিরে যান শূন্য করে। ছয় বল খেলে এক রানও করতে পারেননি তিনি। 

রোহিতের পর শ্রেয়াস আইয়ারও থাকতে পারেননি ক্রিজে। জশ হ্যাজলউডের বলে শূন্য রান করে ফেরেন তিনিও । 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে ১৯৯ রানেই অল আউট হয় অস্ট্রেলিয়া।  

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এনবিডব্লিউ)