রায়পুরে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৩, ২২:২৬

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে ডাকাতি মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর চর আবাবিল ইউনিয়নের জামাল হোসেন (৩৭) তারেক হোসেন (১৯) নাজিম শেখ (২২) হাসানুল ইসলাম (২৯) ও লক্ষ্মীপুর সদর ইউপির নিতাই বৈষ্ণব (৩৯)।

শনিবার রাতে তাদেরকে রায়পুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রায়পুর থানা তদন্ত (ওসি) আরেফিন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, চলতি মাসের ৩ তারিখে ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় সুফিয়া বেগম (৪৩) মামলা করেন।

ওই মামলার অন্যতম আসামী মো. জামাল হোসেন ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী আরোও ৪ জনকে বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। ডাকাতি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আসামিদের আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৮ অক্টোবর/ইএইচ)