আ.লীগের মনোনয়ন: ব্রাহ্মণবাড়িয়ায় শাহজাহান এবং লক্ষ্মীপুর ৩-এ গোলাম ফারুক

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৩, ২২:৪৪ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩, ২২:৪৮

নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধি, ঢাকা টাইমস

উপনির্বাচনে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া ২-এ শাহজাহান আলম সাজু এবং লক্ষ্মীপুর ৩-এ গোলাম ফারুক পিংকুকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন  গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীতদের নাম সাংবাদিকদের জানান। 

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের দলীয় মনোনয়ন জন্য  ফরম সংগ্রহ করেছিলেন ১৬ জন প্রার্থী। আর লক্ষ্মীপুর-৩ আসনেরর জন্য ১৪ মনোনয়ন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছিলেন।

 

শূন্য হওয়া এ দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর এবং যাচাই-বাছাই ১২ অক্টোবর।

 

এর আগে গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি এ কে এম শাহজাহান কামাল রাজধানীর একটি হাসপাতালে গত ৩০ সেপ্টেম্বর ভোররাতে মৃত্যুবরণ করেন। এরপর নির্বাচন কমিশন  আসন দু'টি শূন্য ঘোষণা করে।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/জেএ/কেএম)