আলফাডাঙ্গায় বিষপানে তরুণের আত্মহত্যা

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৫ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৯

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় আল-আমিন (১৭) নামে এক তরুণের বিষপানে মৃত্যু হয়েছে।

 

সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমিন একই এলাকার ইনতাজ মোল্লার একমাত্র ছেলে।

 

এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

পারভেজ মোল্যা নামে আল-আমিনের এক প্রতিবেশী জানান, ‘আল আমিন খুবই সহজ-সরল ছিলে। সে ঢাকায় বলগেটে চাকরি করতো। মাথায় সমস্যার কারণে তিন-চার মাস আগে বাড়িতে আসে। সে কারো সঙ্গে ঝগড়াবিবাদ বা রাগারাগি করতো না। তবে তার মৃগীরোগ ছিল। এ কারণে মাঝে মাঝে সে পাগলামি করতো।’

 

আল-আমিনের ভাবি রোকেয়া বেগম বলেন, ‘সে কী কারণে বিষপান করছে তা আমরা জানি না। ভোরে বিষপান করে বিছানায় ছটফট করলে তার মা চিৎকার দিয়ে বলে আল-আমিন বিষ খাইছে। তারপর তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ মালাকার বলেন, ‘ছেলেটিকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু বিষপান বেশি করায় চিকিৎসার পাঁচ-ছয় মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ জানান, ‘প্রাথমিকভাবে বিষপান করে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। মৃত্যুর সঠিক তদন্ত নির্ণয় করার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

 

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এমআই/এআর)