ফুড পয়জনিং হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ | ১০ অক্টোবর ২০২৩, ২২:৩৬

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. সোহেল রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২১ শিক্ষাবর্ষের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী মেহেদী হাসান।

তিনি বলেন, আমাদের বন্ধু সোহেল আজ সকালে মারা গেছে। সে আমাদের সাথে রবিবারও ক্লাস করেছে৷ এরপরে রুমে গিয়ে বলে তার ফুড পয়জনিং দেখা দেয়। এরপর অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সোহেলের মামাতো ভাই রাইয়াদ বলেন, আমি গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ছিলাম, তখনও তার স্বাভাবিক অবস্থায় ছিল। সকালে শুনি সোহেল মারা গেছেন।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান শারমিন আখতার বলেন, আমি সকালে শুনেছি আমাদের শিক্ষার্থী সোহেল মারা গেছে। আমরা এ মৃত্যু কখনই কামনা করি না। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

সোহেল রানার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে। মৃত্যুর পর সোহেলের লাশ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয়। সন্ধ্যার পর লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছায় তার সহপাঠীরা।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/ইএইচ)