নোয়াখালীতে এলজি ও পাইপগানসহ গ্রেপ্তার ২

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৩, ১৪:৫৬

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও আলাইয়াপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে হাসান পারভেজ (২৫) এবং সোহেল রানা (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও একটি পাইপগান জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে হাসান পারভেজ ও আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আবু জাহেরের ছেলে সোহেল রানা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় হাজীর বাড়ির পাশ্ববর্তী একটি বাগানে অপরাধমূলক কর্মকাণ্ড সৃষ্টির উদ্দেশ্যে একদল অস্ত্রধারী একত্রিত হয়েছে খবর পেয়ে ওইস্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এসময় ওই বাগানের পাশের পুকুর পাড় থেকে সোহেল রানাকে একটি পাইপগান সহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের সন্ত্রাসী হাসান পারভেজের বসত ঘরে অভিযান চালায় পুলিশের অপর একটি দল। পরে ওই ঘর থেকে প্রথমে হাসানকে গ্রেপ্তার এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসত ঘর থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইন সহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের ঘটনায় আগেরও একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/এসএ)