শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ডামুড্যায় প্রস্তুতি সভা

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৩, ১৮:৪৬

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে বৃহস্পতিবার ডামুড্যা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, এবছর ডামুড্যায় উপজেলার ৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা।

জানা যায়, ডামুড্যা উপজেলার ৬টি মণ্ডপের মধ্যে ডামুড্যা পৌরসভায় ১টি, সিড্যা ইউনিয়নে ১টি, দারুল আমান ইউনিয়নে ১টি, কনেশ্বর ইউনিয়নে ১টি, ধানকাটি ইউনিয়নে ২টি পূজা মণ্ডপ।

এ বছর পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, ডামুড্যা উপজেলা কমিশনার (ভূমি) সবিতা সরকার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলম, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীলরা।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/ইএইচ)