আজ আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাবে মার্কিন প্রতিনিধি দল

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৩, ০৮:৩০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে করবেন  বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সদস্যরা। আজ শুক্রবার বিকালে কার্যালয়টি পরিদর্শনে যাবেন তারা।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে আসবেন। এ উপলক্ষে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।’

এর আগে সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ। তার সঙ্গে রয়েছেন মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

মার্কিন যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি ৭ অক্টোবর ঢাকায় আসে। ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তারা।

 

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এফএ)