বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সেতুবন্ধনে প্ল্যাটফর্ম চালু

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৩, ১৬:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বিশ্বব্যাপী বিস্তৃত এডুকেশনাল টেকনোলজি এর জনপ্রিয় প্লাটফর্ম ইউনিজপোর্টাল  (unizportal।) যার সদরদপ্তর কানাডার টরেন্টোতে। উন্নত ক্যারিয়ার গড়তে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের বিশ্বের নামিদামি সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

কানাডা,যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া জার্মানী,সাইপ্রাস সহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের ভার্চুয়ালি সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাপী বিস্তৃত ইউনিজ পোর্টালের নেটওয়ার্কে যুক্ত রয়েছে বিভিন্ন দেশের ৫শ শিক্ষা প্রতিষ্ঠান এবং দুই হাজারেরও বেশি অভিবাসন সংস্থা।

বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী সারা বিশ্বের শিক্ষার্থী,বিখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বিষয়ক প্রতিনিধিদের সংযোগ তৈরীতে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইউনিজপোর্টাল।

বাংলাদেশে প্রতিষ্ঠানটির সহযোগীদের স্বাগত জানাতে গতকাল বৃহস্পতিবার সন্ধা সাতটায় হোটেল সেরেনায়  একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে ইউনিজপোর্টালের হেড অব ইন্টারন্যাশনাল রিলেশন হিতাংশু ভরদ্বাজ বলেন,  এই পোর্টালের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। এতে করে বিশ্বের নানা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি সেতুবন্ধন তৈরি হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিজপোর্টালের ইউকে পার্টের ম্যানেজিং ডিরেক্টর পুনিত আটরেজা, ও বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তাসনিম চৌধুরীসহ বাংলাদেশে উচ্চ শিক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এজে)