ঘোড়া দিয়ে জমি চাষ! প্রতি বিঘা ৫০০ টাকা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৩, ১২:৩১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১৩:১৩

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
ঘোড়া দিয়ে হালচাষ করছেন কৃষক এনামুল হক।

যান্ত্রিক ট্রাক্টরের এই যুগে গরুর হাল চোখে পড়ে না বললেই চলে। সেখানে খোলা প্রান্তরে গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ করছেন এনামুল হক নামে এক কৃষক। ঘোড়া দিয়ে হালচাষ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। গতকাল সোমবার তখন পাঁচবিবি উপজেলার চম্পাতলী এলাকায় ঘোড়া দিয়ে জমিতে হাল চাষ করতে দেখা গেছে। তবে এখনও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার কৃষক এনামুল হক ঘোড়া দিয়ে জমি চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। প্রতি বিঘা জমি ৫শ টাকায় চাষ করছেন। এতে ঘোড়ার খাদ্য জোগানের পাশাপাশি তার পরিবারের খরচের চাহিদাও মেটান তিনি।

এনামুল হক জানান, গরুর চেয়ে ঘোড়া বেশি হাঁটে-চলে। ফলে একই সময়ে তিনগুণ বেশি জমি চাষ করা যায়। একদিনে দুই বিঘা জমিতে হালচাষ করা যায়। প্রতিদিন সকাল ৮টায় শুরু করে বিকাল পর্যন্ত জমি চাষ করে যেই টাকা আয় হয়। প্রতিদিন ঘোড়ার খাদ্য বাবদ খরচ হয় দেড়শ থেকে দুইশ টাকা। বাকি টাকা দিয়ে পরিবারের মৌলিক চাহিদাগুলো মিটছে। জমি চাষ মৌসুম শেষে ঘোড়া দিয়ে গাড়ি চালাবেনও তিনি।

তিনি আরও বলেন, পালিত দুটি ঘোড়ার খাবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। সাংসারিক অভাব অনটন পশু প্রাণি বুঝবে না, তাই বহু চিন্তা ভাবনা করে জমি চাষ করার সিদ্ধান্ত নিয়ে অন্যের জমি বিঘা প্রতি ৫শ টাকা হারে চাষ শুরু করেছেন।

বাগজানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, আধুনিক এই যুগে যখন গরু দিয়ে হাল চাষ চোখে পড়ে না, তখন ঘোড়া দিয়ে হাল চাষ তো অবাক করা বিষয়। ঘোড়া দিয়ে হাল চাষ করা দেখে সেই ছোট বেলার কথা মনে পড়ে যায়। ঘোড়া দিয়ে জমি চাষ এলাকায় নতুন, তাই তা দেখতে এলাকাবাসী ভিড় করছেন। 

(ঢাকাটাইমস১৭অক্টোবর/প্রতিনিধি/এআর