মার্কিন উপসহকারী মন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৩, ২১:৩৩

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার।

মঙ্গলবার সকালে তার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

এর আগে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে মার্কিন প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম দেখেন। এরপর মার্কিন উপসহকারী মন্ত্রী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা ওমেন সেন্টার, লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

তারা দুপুরে ১১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধিদলটি মঙ্গলবার বিকালে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে বাংলাদেশ সরকারের শরণার্থীবিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/ইএইচ)