নোয়াখালীতে র‌্যাবের অভিযানে প্রতারক গ্রেপ্তার

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৩, ১১:১৯

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
গ্রেপ্তার রমজান আলী (৪৮)।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে রমজান আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে নগদ দুই হাজার টাকা, একটি মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

বুধবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান আলী হাজীপুর এলাকার হেদায়েত উল্যার ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রমজান আলী দীর্ঘদিন ধরে র‌্যাব অফিসারের কাছের লোক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ভয়ভীতি প্রদর্শন ও মোবাইলকোর্ট করার হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল। ইতোমধ্যে প্রতারণার মাধ্যমে কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকাও হাতিয়ে নেয় রমজান আলী। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে র‌্যাব ১১ একটি দল উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের স্কোয় কমান্ডার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রমজান আলী একজন প্রতারক। সে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আত্মসাৎ করতো। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রতারণার মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এআর)