আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৩, ১৬:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে।

বুধবার বিকাল তিনটার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে  এই সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এই সমাবেশ আয়োজন করেছে।

বিকাল তিনটার দিকে সমাবেশ শুরু হলেও বেলা ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

শান্তি উন্নয়ন সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম।

আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সমাবেশের জন্য দুপুর আড়াইটা নাগাদ জিরো পয়েন্ট থেকে গুলিস্থানমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে মঞ্চ থেকে বলা হয়, নগর আওয়ামী লীগের এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন তারা।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেএ/ইএস)