ক্ষমতার লোভে বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিএনপি: তথ্যমন্ত্রী

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৩, ১৮:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দেশের জনগণের দিকে না তাকিয়ে ক্ষমতার লোভে বিএনপি বিদেশিদের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বুধবার বিকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি। 

শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

ড.হাছান মাহমুদ বলেন, বিএনপি হচ্ছে শেখ রাসেল খুনি। দেশে মধ্যে খুনিদের কুশিল হলো বিএনপি । এদেশের মধ্যে জিয়াউর রহমান খুনের রাজনীতি শুরু করেছিল। তারাই সেটা এখনো করতে ষড়যন্ত্র করছে।  তারা বিদেশিদের ক্ষমতার জোড়ে  আওয়ামী লীগকে বিষাক্ত ছোবল দিতে চায়। 

তিনি বলেন, বিএনপি দেশের জনগণের দিকে তাকায় না, তারা বিদেশিদের দিকে তাকিয়ে থাকে। তারা ক্ষমতার লোভে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম  বলেন, শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশের ধারাবাহিকতায় চলবেই। কেউ যেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করে দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। কেউ দেশের মধ্যে বিশৃঙ্খলা করলে তাদেরকে কঠোরভাবে মোকাবিলা করার হুশিয়ার উচ্চারণ করেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এছাড়া শান্তি উন্নয়ন সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু,ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।এছাড়া আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস। 
ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেএ