রাজশাহীতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার রিক্রুট ব্যাচ-২০২৩ এর প্রশিক্ষণ সমাপনী

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৩, ১৯:০০

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার রিক্রুট ব্যাচ-২০২৩-এর প্রশিক্ষণ সমাপনী ও শপথগ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রাজশাহী সেনানিবাসের ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম।

অনুষ্ঠানে তিনি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃংখল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রউন্ডে পৌছালে তাকে অভ্যর্থনা জানান, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার কমাড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

বাংলাদেশ সেনাবাহিনীর রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জিওসি ও রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এআর)