সীমান্ত ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৩, ১৯:২৫

ঢাকা টাইমস ডেস্ক

সীমান্ত ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের কৃষিঋণের অর্ন্তভুক্ত গবাদিপশু খাতের ঋণগ্রহিতাগন প্রাণিসম্পদ বীমা কাভারেজ সুবিধা উপভোগ করবেন। দুর্ঘটনা, রোগ বা প্রসবকালে গবাদিপশুর মৃত্যু অথবা যেকোনো রকম আংশিক অক্ষমতার কারণে ক্ষতির ঝুঁকি কমানোর মাধ্যমে এই স্কিম গবাদিপশু খামারিদের জন্য সহায়ক হবে।

সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

এ সময়  উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৮অক্টোবর/এসএ)