আওয়ামী লীগের সংসদীয় দলের সভা রবিবার

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৩, ১৯:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আওয়ামী লীগের সংসদীয় দলের ৮ম সভা আাগামী রবিবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হেবে। একাদশ জাতীয় সংসদের এটাই হতে পারে আওয়ামী লীগের সংসদীয় দলের শেষ সভা। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সভায় এমপিদের গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দেওয়া হবে।

শুক্রবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রবিবার সন্ধ্যা ৬টা থেকে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সভাটি চলতি একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের শেষ সভা হতে পারে।

গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এমপিরা প্রার্থী নির্ধারণে সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক ক্ষমতা দিয়েছিলেন। পরে আওয়ামী লীগ থেকে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন তিনি।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেএ/কেএম)