ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সালেহা সুলতানা আর নেই

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৩, ১৫:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সালেহা সুলতানা আর নেই। তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।

শনিবার সকালে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রবিবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কমরেড সালেহা সুলতানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে শনিবার সকালের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কমরেড সালেহা সুলতানার লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন এমপি, ওয়ার্কাস পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসেন, ছাত্রনেতা মাসুম অসংখ্য নেতাকর্মীরা তাঁর লাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরণোত্তর চক্ষুদান করেছেন।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এএ/ইএস