স্কুলগুলোতে রোড সেফটি ইউনিট করা হোক: ইলিয়াস কাঞ্চন

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৩, ১৭:৪৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ১৮:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সড়ক নিরাপত্তার বিষয়টি পাঠ্যবইয়ে যুক্ত করা খুবই জরুরি বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি মনে করেন, স্কুলগুলোতে রোড সেফটি ইউনিট করা  প্রয়োজন।

শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে ‘সড়ক নিরাপত্তা আইন: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১২ সালে পাঠ্যপুস্তকে নিরাপদ সড়কের বিষয়টি যুক্ত করে দেবার জন্য একটা ড্রাফট করে দেওয়া হয়েছিল। পরে সেটা আলোর মুখ দেখেনি। সড়ক সচেতনার জন্য একটা জায়গা তো দিতে হবে। স্কুলগুলোকে একটা নির্দেশনা থাকতে হবে; কারণ সেখানে স্কাউট দল আছে। নিরাপদ সড়ক আইনে আমরা স্কুলগুলোতে ‘রোড সেফটি ইউনিট’ আনতে পারি। প্রত্যেকটা ইউনিট তাদের এলাকায় নিরাপদ সড়ক নিয়ে কাজ করবে। পাশাপাশি মিল, ফ্যাক্টরি, গার্মেন্টসগুলোকে তো দায়দায়িত্ব দিতে হবে। আপনার আমরা পক্ষে তো সম্ভব না সারাদেশের মানুষকে সচেতনার মধ্যে আনা। এসব বিভাগকে যদি তাদের আওতাভুক্ত সড়কের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা মানুষকে সচেতনতার মধ্যে আনতে পারবে।’

গোল টেবিল বৈঠকে নিরাপদ সড়ক চাই, ব্র্যাক, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অ্যাকসিডেন্ট রিসার্চ ইনিস্টিটিউট (এআরআই), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি), ইমপ্রেসিভ কমিউনিকেশনস লিমিটেড, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিসচা চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিক ও বাংলাদেশের পেক্ষাপট সম্পূর্ণ আলাদা। আমাদের দেশে ফুটপাত তৈরি হয়েছে। সেটা কার জন্য তৈরি হয়েছে নির্দিষ্ট করে কিছু বলা আছে? বলা নেই। এখানে বলতে হবে যে, ফুটপাত শুধুমাত্র পথচারিদের জন্য। ফুটপাতে এখন দোকানপাট বসে আছে। সড়কগুলোতে ব্যাটারিচালিত গাড়ি চলছে, রিকশা চলছে। রিকশায় মোটর লাগাচ্ছে। কয়দিন আগে পুলিশ আমাকে বলল এখানে আমাদের কিছু করার নেই।’

‘নিরাপদ সড়কের জন্য একটা ড্রাফট যদি দ্রুত হয় তাহলে সেটা আমরা যত বেশি পড়ব, দেখবো তাহলে এটাতে গুরুত্ব দিবে পারব। সড়ক নিয়ে যদি আমাদের মধ্যে গ্যাপ থেকে থাকে তাহলে আরও বেশি নজর দিতে পারব।’

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এসএস/কেএম)