সাবেক অর্থ উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে বৃহত্তর কুমিল্লা রিক্রুটিং এজেন্সি ওনার্স সোসাইটির শোক

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৩, ১২:১৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ১২:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও অর্থ উপমন্ত্রী এবং এপি-মুন্সী গ্রুপের চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে শোক জানিয়েছে বৃহত্তর কুমিল্লা রিক্রুটিং এজেন্সি ওনার্স সোসাইটি।

জনশক্তি রপ্তানিকারকদের আঞ্চলিক সংগঠনটির সভাপতি আসলাম খান ও মহাসচিব অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন এক শোক বার্তায় প্রয়াত ফখরুল ইসলাম মুন্সীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফখরুল ইসলাম মুন্সী শনিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকুট গ্রামের কৃতী সন্তান ফখরুল ইসলাম মুন্সী মৃত্যুকালে স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফখরুল ইসলাম মুন্সীর বড় ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল মেসার্স মুন্সী এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বৃহত্তর কুমিল্লা রিক্রুটিং এজেন্সি ওনার্স সোসাইটির সদস্য। আর ছোট ছেলে রাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ফখরুল ইসলাম মুন্সী সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়াও এরশাদের মন্ত্রিসভায় তিনি প্রথমে বন্দর, জাহাজ চলাচল ও নৌ-পরিবহন উপমন্ত্রী পরে অর্থউপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/ডিএম)