সিরাজদিখানে পাউসার উচ্চ বিদ্যালয় পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৩, ১৮:৪২

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

মুন্সিগঞ্জ সিরাজদিখানে বন্ধ পাউসার উচ্চ বিদ্যালয় পুনরায় চালু করার দাবিতে উপজেলার শেখরনগরের উত্তর পাউশারে মানববন্ধন হয়েছে।

বুধবার বিকালে উপজেলার পাউশার গ্রামের যুবসমাজের উদ্যোগে আবুল স্টোরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য বক্তব্য দেন চিত্রকোট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাফর খান, পাউসার যুবসমাজ কমিটির সভাপতি জাবেদ খান, ব্যবসায়ী আব্দুল মালেক, যুব নেতা মোঃ নাহিদ মৃধা, ব্যবসায়ী মন্টু মন্ডল প্রমুখ। 

উল্লেখ্য, ১৯৮৫ ইং সালে সিরাজদিখানে পাউসার উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। ১৯৯৬ সালে প্রধান শিক্ষক, জমি দাতা ও পরিচালনা পর্ষদের ত্রিমুখী অন্তদন্দে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/জেবি)