খাজা টাওয়ারে আগুনে হতাহতদের ক্ষতিপূরণ ও ঘটনার তদন্তের দাবি

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৩, ১৭:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং আগুন লাগার কারণ চিহ্নিতকরণে বিশেষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে নিহত প্রত্যেককে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করতে একটি সর্বজন স্বীকৃত তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানান।

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ফলে সারাদেশে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট এমনকি ভয়েস কলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ বিষয়ে আইএসপিএবির সভাপতি জানিয়েছেন, দেশের প্রায় ৬০ শতাংশ ব্যান্ডউইথ নাকি খাজা টাওয়ার থেকেই সরবরাহ করা হয়। নেটওয়ার্কের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার জন্য সমন্বিত জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত।

খাজা টাওয়ারের ১৩তলায় অগ্নিকাণ্ডে প্রথমে দুজন ইন্টারনেট কর্মী ও পরবর্তীতে একজন প্রকৌশলী মৃত্যুবরণ করায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএম/কেএম)