ছাত্রদল নেতাকে না পেয়ে বাবাকে আটক করেছে পুলিশ!

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৩, ১৭:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মিনহাব জাহিদ লুবানকে না পেয়ে তার পিতা ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। ঢাকা টাইমসের কাছে এমন অভিযোগ করেছেন ছাত্রদল নেতা লুবান।

তিনি জানান, শুক্রবার বিকালে তার জুরাইনস্থ বাসভবনে কদমতলী থানা পুলিশ অভিযান চালায়। এসময় তাকে না পেলে বাসা থেকে তার বাবা ইসমাইল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

লুবান বলেন, পরিবারের সদস্যরা থানায় গিয়ে দায়িত্বরত পুলিশকে তার বাবাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাকে ছাড়ছে না।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেবি/ইএস