নটরডেম কলেজের সামনে জামায়াতের সমবেত হওয়ার চেষ্টা

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৩, ১১:২৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১১:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

হঠাৎ শিবিরের ‘আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর আরামবাগ। আরামবাগ মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত রাস্তা ফাঁকা রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে করছে। এর মধ্যেই নটরডেম কলেজের সামনে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত-শিবির।

অন্যদিকে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের দিকে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েকজনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ করেছে।

শনিবার সকাল থেকে আরামবাগ মোড়ে অবস্থান নেওয়া সরকারবিরোধী আন্দোলনের সমর্থকরা ‘খালেদা জিয়া মুক্তি চাই’, ‘স্বৈরাচার সাবধান’ বলে স্লোগান দিলেও হঠাৎ তারা ‘শিবির-শিবির’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে শুরু করেন। এছাড়া তারা জামায়াতে ইসলামীর পতাকাও উত্তোলন করেন। 

জামায়াতের কর্মসূচির বিষয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘জামায়াতকে কোনো অনুমতি দেওয়া হয় নাই, দেওয়া হবেও না। তারা সমাবেশের চেষ্টা করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।’


এদিকে সর্বশেষ খবর পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আরামবাগ মোড়ে পুলিশ ব্যারিকেডের পেছনে স্লোগান দিচ্ছিল।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসএস/এফএ)